শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে নতুন নাটক “হেট ইউ বউ”। এই নাটকে জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর বিপরীতে অভিনয় করছেন আদ্রিজা আফরিন সিনথিয়া। প্রথমবারের মতো এই জুটিকে একসঙ্গে দেখা যাবে পর্দায়, যা নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল এবং পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন শরীফ রানা। ঈদের বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে রোমান্টিক-কমেডি ঘরানায়।

নাটক প্রসঙ্গে সিনথিয়া বলেন, এখানে আমি জাহের আলভীর গার্লফ্রেন্ড চরিত্রে অভিনয় করছি। তার সঙ্গে কাজ করে আমার দারুণ ভালো লেগেছে। তিনি খুবই সহযোগিতাপূর্ণ ও প্রতিভাবান একজন অভিনেতা। আশা করি ঈদে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।

তিনি আরও বলেন, মডেলিং ও অভিনয়—এই পেশাটাকে আমি অনেক শ্রদ্ধা করি। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করে দর্শকদের মন জয় করতে চাই। সেই সঙ্গে সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

সব মিলিয়ে, ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নাটক “হেট ইউ বউ”—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X