শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট’-ছেড়ে শিমুল এখন নোয়াখালী...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
শিমুল শর্মা
expand
শিমুল শর্মা

তরুণদের পছন্দের ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলার নোয়াখালীর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছেন শিমুল শর্মা।

কাজল আরেফিন অমির সহকারী হিসেবে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমেই দ্রুত দর্শকদের মন জয় করেন তিনি।

বর্তমানে সম্প্রচার চলছে পঞ্চম সিজনের। তবে নতুন সিজনের পর থেকেই গুঞ্জন—আসন্ন পর্বগুলোতে নাকি শিমুলকে দেখা যাবে না।

সম্প্রতি অনুষ্ঠিত সিরিজের সংবাদ সম্মেলনে তার অনুপস্থিতি এবং সদ্য প্রকাশিত পোস্টারেও তাকে না পাওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে।

এই বিষয়ে গণমাধ্যমকে শিমুল জানান, গল্পের চাহিদা মেনে নোয়াখালী যেতে হয়েছে চরিত্রটিকে।

কাবিলার মায়ের অসুস্থতার কারণেই এই পরিবর্তন। প্রয়োজন হলে তিনি আবারও ফিরবেন বলে জানান।

শিমুল বলেন, তিনি নিজেকে এখনো অমি ভাইয়ের টিমেরই অংশ মনে করেন।

ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এবং মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন। ইতিমধ্যে নতুন একটি কনটেন্টে অভিনয়ও শেষ করেছেন, যা পোস্ট–প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং অচিরেই মুক্তি পাবে।

উল্লেখ্য, প্রায় আট বছর আগে শুরু হওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই দর্শকপ্রিয় হয়েছে। তাই একটি সিজন শেষ হলেই দর্শকদের দাবি থাকে পরের সিজনের জন্য। বর্তমানে প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন