রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেলার প্রকাশের পরই আলোচনায় ‘স্কুল গ্যাং’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’
expand
জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’

দেশের ওয়েব কনটেন্টপ্রেমীদের মাঝে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’–এর তৃতীয় সিজন। ইউটিউবে ট্রেলার প্রকাশের পর মুহূর্তেই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিকমাধ্যমে শুরু হয় তুমুল সাড়া।

দর্শকদের মতে, এই সিজন আগের দুইটির চেয়ে বড় স্কেল, বেশি বাজেট এবং আরও পরিণত নির্মাণের ইঙ্গিত দিচ্ছে। ট্রেলারেই সেই আভাস স্পষ্ট—অ্যাকশন, ভায়োলেন্স, টেনশন আর সাসপেন্স মিলিয়ে একধরনের সিনেমাটিক আবহ।

ট্রেলারে দেখা যায় প্র্যাংক কিং টিমের পরিচিত মুখ—শায়লা সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজ। সঙ্গে এবার যুক্ত হয়েছেন একঝাঁক প্রতিষ্ঠিত অভিনেতা। তাদের মধ্যে আছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শহীদুজ্জামান সেলিম, মান্নাত মুন্না ও প্রত্যয় হিরন। শক্তিশালী এই লাইনআপ পুরো ট্রেলারকে করেছে আরও প্রভাবশালী।

নির্মাতা আর্থিক সজীব জানান, “এই সিজনে নতুনত্বই ছিল আমাদের প্রধান লক্ষ্য। গল্প, লোকেশন, শুটিং স্টাইল—সবকিছুতেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। দর্শকরা এবার এমন কিছু পাবেন, যা আগের সিজনগুলোতে ছিল না।”

প্রকাশের আগেই যেভাবে আলোচনা তৈরি হয়েছে, তা দেখে নির্মাণশিল্পের অনেকে বলছেন—‘স্কুল গ্যাং সিজন–৩’ মুক্তির দিন আরও বড় চমক নিয়ে আসতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X