শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে যা বললেন মিথিলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
তানজিয়া জামান মিথিলা।
expand
তানজিয়া জামান মিথিলা।

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে শুরু হওয়া প্রতিযোগিতায় ইতোমধ্যেই অনলাইনে ভোটের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে এ আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফাইনাল। এর আগে গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ শিরোপা জয়ের পর অক্টোবরের শেষ দিকে তিনি দেশের পতাকা হাতে থাইল্যান্ডে পৌঁছান।

ঠিক এই সময়ই পুরোনো একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কে পড়েছেন মিথিলা। বহু বছর আগের সেই আলোচিত ‘ওয়াশরুম ভিডিও’ আবারও সামনে আসায় তিনি সম্প্রতি লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন। নেটিজেনদের নেতিবাচক প্রচারণায় বিব্রত হওয়ার কথাও জানান তিনি।

লাইভে মিথিলা বলেন, ভিডিওটি সাত–আট বছর আগের, তখন তারা সবাই ছোট ছিলেন এবং ঘটনাটি একটি ‘প্র্যাঙ্ক’ হিসেবে করা হয়েছিল।

তিনি বলেন, যখন ঘটনাটি ঘটে, তখন আমরা কম বয়সী ছিলাম। ভিডিওটি ভাইরাল হলে অনেকে বলে আমি তাকে যৌনভাবে হ্যারাস করেছি। যারা এমন দাবি করছেন, তারা জানেন না-ওয়াশরুমে থাকা ব্যক্তি আমাদের বন্ধু ছিল। আমরা বিষয়টিকে মজার ছলে দেখিয়েছিলাম।

তিনি আরও বলেন, আমি শুধু সেখানে ছিলাম-এ জন্য আমাকে দোষ দেওয়া ঠিক নয়। তখন ছোট ছিলাম, বুঝিনি, ভুল করেছি। বহু আগেই ফেসবুকে ক্ষমা চেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন।

নেটিজেনদের উদ্দেশে তিনি আরও যোগ করেন, ৭-৮ বছরের পুরোনো ভিডিও তুলে এনে আমাকে নিয়ে নেতিবাচক প্রচারণা করলে এটি আমার প্রতিযোগিতায় প্রভাব ফেলবে। এভাবে চলতে থাকলে আপনারা আমাকে জিততে সাহায্য করছেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন