

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে খুলনার দাকোপে সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত, অভিনেত্রী জয়া আহসান, এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
সফরের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি দেখা এবং ঝুঁকিপূর্ণ মানুষের অভিযোজন ও সক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া। সফরে তারা স্থানীয় সরকার বিভাগ, সুইডেন ও ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত ইউএনডিপি ও ইউএনসিডিএফের ‘লজিক’ প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের, জলবায়ু অভিযোজন এবং বিকল্প জীবিকার সুযোগ বৃদ্ধি করতে কাজ করছে।
জয়া আহসান সফরের পর বলেন, দাকোপে এসে দেখলাম, জলবায়ু পরিবর্তন কেবল সংবাদ নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। মানুষ যেভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
স্টেফান লিলার বলেন, এটি ভবিষ্যতের সমস্যা নয়, এটি আজকের সংগ্রাম। নারীদের নেতৃত্ব এবং অভিযোজন ক্ষমতা বিশেষভাবে প্রেরণাদায়ক। কপ-৩০-এ বাংলাদেশের এই গল্প বিশ্বকে শুনতে হবে।
সফরের সময় তারা তিলডাঙ্গা ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, পানি সংকট, লবণাক্ততা প্রতিরোধ, ঘূর্ণিঝড় প্রস্তুতি ও অভিযোজনমূলক উদ্ভাবন পরিদর্শন করেন। এছাড়াও লজিক প্রকল্পের আওতায় বিভিন্ন সুবিধা এবং প্রান্তিক জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।
এভাবে, দাকোপ সফরের মাধ্যমে স্থানীয় জনগণের আত্মনির্ভরতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে।
মন্তব্য করুন
