সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমুদ্রসৈকতে আবীর-মিমি: রোমান্টিক দৃশ্য নিয়ে আলোচনায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী
expand
আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় দুই তারকা আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী সম্প্রতি সমুদ্রসৈকতে শুটিংয়ের সময় বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন। ছবির দৃশ্যকে কেন্দ্র করেই তাদের এই রোমান্স এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

দৃশ্যগুলোতে কখনো মিমিকে আবীরের কোলেতে দেখা গেছে, কখনো বা অভিনেতা নায়িকাকে পিঠে বয়ে নিয়ে যাচ্ছেন। আবার দোলনার বিছানায় দুজনের ঘনিষ্ঠতার মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়।

মিমি কখনো নীল, কখনো হলুদ বিকিনি পরে হাজির হয়েছেন। আবীর ছিলেন ট্রেন্ডি কো-অর্ড সেটে, যা তাকে আলাদা আবেদন দিয়েছে।

আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে একাধিক ছবি— ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ ও ‘যত কাণ্ড কলকাতাতেই’। এর মধ্যে ‘রক্তবীজ ২’-তে জুটি বেঁধেছেন আবীর ও মিমি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবির গান ‘চোখের নীলে’ বুধবার মুক্তি পাচ্ছে। গানটির ভিজ্যুয়ালে দেখা যাবে তাদের রোমান্টিক কল্পদৃশ্য। এখানেই প্রথমবার বিকিনি লুকে হাজির হচ্ছেন মিমি।

পরিচালকরা জানিয়েছেন, দৃশ্যের জন্য নায়িকা বেশ প্রস্তুতি নিয়েছিলেন— সীমিত খাবার খাওয়া, শরীর ছিপছিপে রাখার চেষ্টা, এমনকি পেটের কাছে ট্যাটু করা পর্যন্ত। শুটিং শেষে নায়ক-নায়িকাও সন্তুষ্টি প্রকাশ করেছিলেন।

এ ছবিতে আবীর ও মিমি দুজনেই পুলিশ অফিসারের চরিত্রে। মূল কাহিনিতে থাকবে অ্যাকশন, তবে পাশাপাশি কাল্পনিক দৃশ্যের মাধ্যমে রোম্যান্সও ধরা দেবে। শুটিং হয়েছে থাইল্যান্ডে।

বাংলা সিনেমার দর্শকরা এখন অপেক্ষায় আছেন বড় পর্দায় আবীর-মিমির এই রসায়ন দেখার জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন