বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুর রহস্য: ডনের নতুন ব্যাখ্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
ডনের নতুন ব্যাখ্যা
expand
ডনের নতুন ব্যাখ্যা

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আদালত সম্প্রতি তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই মামলার ৪ নম্বর আসামি হলেন খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছিল, সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। সেই সময় ডন বলেন, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুর বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

পরে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অতিথি হয়ে ডন সালমান শাহর মৃত্যু নিয়ে বক্তব্য দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারটি আবার ভাইরাল হয়েছে।

সাক্ষাৎকারে নাজিম জয় ডনকে প্রশ্ন করেন, সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন-ওনার মা, না স্ত্রী?

প্রথমে ডন বিষয়টিকে পারিবারিকভাবে এড়িয়ে গেলেও পরে বলেন, সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, আমি এমন প্রেম জীবনে দেখিনি। আমি কোনো দোষ দেখিনি।

জয়ের পুনরায় প্রশ্নে ডন জবাব দেন, আমি তো দেখিনি কোনো দোষ।

ডন আরও উল্লেখ করেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন।

‘সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন তিনি আত্মহত্যা করলেন? ছয়-সাত মাস ধরে আমি কখনো তাকে স্থির দেখিনি-স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও না।’

ডনের এই মন্তব্য আবারও আলোচনায় নিয়ে এসেছে সালমান শাহর মৃত্যুর রহস্য ও তার মানসিক অবস্থার প্রশ্ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন