বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিষ্টি জান্নাত যে শর্তে শাকিবের নায়িকা হতে রাজি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
মিষ্টি জান্নাত-শাকিব
expand
মিষ্টি জান্নাত-শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বাংলার কিংখান নামে পরিচিত, এখনও দর্শকপ্রিয়তায় শীর্ষে। তার সঙ্গে কাজ করতে আগ্রহী নায়িকাদের তালিকাও দীর্ঘ। তবে অভিনেত্রী মিষ্টি জান্নাত জানিয়েছেন, তিনি কোনো দুই নায়িকার সঙ্গে শাকিব খানের ছবিতে কাজ করতে চান না।

সম্প্রতি গণমাধ্যমের সামনে মিষ্টি জান্নাত বলেন, আমি কোনো দুই নায়িকার সঙ্গে ছবি করব না। এটা শাকিব খানকে আমি বরাবরই জানিয়েছি। শুধুমাত্র ‘সলো’ ছবিতেই তার সঙ্গে কাজ করব। আমি দুই নায়িকা বা মিশ্র রোম্যান্সের ছবি করতে আগ্রহী নই।

তিনি আরও বলেন, আমি অনেক ছবি বাতিল করেছি, যেগুলো আমার পছন্দ হয়নি। দুই নায়িকার ছবিতে জটিলতা বেশি হয়। সুপারস্টারের সঙ্গে এমন ছবি আমি করব না। মানুষ যা বলুক, তা তাদের বিষয়। আমি নিজের নিয়মে চলব।

মিষ্টি জান্নাত গুঞ্জন প্রসঙ্গে বলেন, আমি কখনো বলিনি যে ‘ধামাকা’ মানেই শাকিব খান সঙ্গে থাকবেন। সেটা মিডিয়ার কল্পনা। ধামাকা মানেই শাকিবের সঙ্গে আমার সিনেমা হবে, এমনটা নয়।

অভিনেত্রী আরও যোগ করেন, আমি কোনো ছবিতে রিকোয়েস্ট করে ঢুকি না। আমার নিজের সেলফ রেসপেক্ট আছে। সিনেমা আমার শখের কাজ, প্রফেশনাল দায়বদ্ধতা নয়। তাই আমি কোনো ছবিতে জোর করে ঢুকব না।

মিষ্টি জান্নাতের এই বক্তব্য স্পষ্ট করে, তিনি নিজের কাজের শর্ত ও পছন্দকে সর্বাগ্রে রাখেন এবং শাকিব খানের সঙ্গে ছবিতে অংশ নেবেন কেবলমাত্র ‘সলো’ প্রজেক্টে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন