বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত ভেঙেই গেল ববির সঙ্গে সাকিবের প্রেম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম
ববি
expand
ববি

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি ও প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সম্পর্ক সিনেমা জগতে সবার নজর কাড়ে। জানা যায়, প্রায় সাত বছর আগে ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশনের সময় দুজনের পরিচয় ও সম্পর্কের শুরু। ২০১৯ সালে সিনেমা মুক্তির সময় দুজন একেবারে প্রকাশ্যে প্রেম করছিলেন।

প্রথমে গোপন রাখলেও পরবর্তীতে তাদের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে সকলের কাছে স্বীকৃত হয়ে যায়। এক সময় তারা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতেন এবং পারিবারিক আয়োজনেও দেখা গেছে।

কিন্তু বিগত এক বছর ধরে দুজনকে আর সেভাবে একসঙ্গে দেখা যায়নি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন তারা নিজ নিজ কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। এর আগে ২০২৩ সালে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা হয়নি।

বর্তমানে ববি শুটিং করছেন নতুন সিনেমা ‘তছনছ’, যা পরিচালনা করছেন বদিউল আলম। সিনেমায় তার নায়ক মুন্না খান। ববি জানিয়েছেন, অভিনয়ে মনোযোগী থাকতে চান, বিয়ে নিয়ে পরে ভাববেন। অন্যদিকে সাকিব সনেট বিভিন্ন ইভেন্ট আয়োজন ও পারিবারিক কাজে ব্যস্ত রয়েছেন।

এর আগে ববির জন্মদিনে ফেসবুকে সাকিব সনেট একটি আবেগঘন পোস্ট করেছিলেন, যা ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তীব্র করেছিল। পোস্টে তিনি লিখেছিলেন, “এটা তোমার জন্মদিন, কিন্তু আমি সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষ আজ জন্মেছে। তোমার হাসি আমার আনন্দের কারণ।”

ববি পরে জানিয়েছিলেন, “এভাবে স্ট্যাটাস দেওয়ার কথা ভাবিনি, তবে আমাদের বিয়ে এখনো হয়নি। প্রেমের সম্পর্ক রয়েছে এবং আমাদের মধ্যে সম্পর্কের একটি যাত্রা শুরু হয়েছে।”

সূত্র জানাচ্ছে, ‘নোলক’ সিনেমার প্রিপ্রোডাকশন চলাকালীন তাদের ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে সম্পর্কের সূত্রপাত। ধীরে ধীরে তাদের সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন