

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বিতীয় সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়ে। তবে গুজবের জবাব দিতে দেরি করেননি তিনি।
বুধবার বিকেলে ফেসবুকে নিজের এক ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়-একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন তিনি। এই ছবিই প্রমাণ করেছে, বিচ্ছেদের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন-এখনও সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি।
২০২২ সালে রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। তিনি পেশায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে তার পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, এবং অবশেষে বিয়ে।
এর আগে ২০০৭ সালে পূর্ণিমা বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। দাম্পত্য জীবনে ২০১৪ সালে জন্ম নেয় এক কন্যাসন্তান। তবে ২০২২ সালে পূর্ণিমা নিজেই জানান, ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। সেই একই বছরে রবিনের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে আলোচনায় আসার আগেও একটি পোস্টে তিনি লিখেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের পরীক্ষায় টের পাই-তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।
তিনি আরও বলেন, মিথ্যা সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি মর্যাদাপূর্ণ ও শান্ত।
সাম্প্রতিক গুজব নিয়ে পূর্ণিমার ভক্তরা বিভ্রান্ত হলেও, তার সাম্প্রতিক ফেসবুক পোস্টই এখন সব প্রশ্নের উত্তর দিয়েছে। ছবিটি যেন স্পষ্ট বার্তা দিয়েছে-পূর্ণিমা ও রবিন এখনো একসঙ্গেই আছেন, সুখেই কাটছে তাদের সংসার জীবন।
মন্তব্য করুন
