রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যেমন আছেন ইলিয়াস কাঞ্চন, দেখতে গেলেন সোনিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সোনিয়া
expand
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সোনিয়া

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসার এই সময়টায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা একে একে তার খোঁজখবর নিতে সেখানে পৌঁছাচ্ছেন। তাঁদের তালিকায় এবার যুক্ত হলো নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা সোনিয়ার নাম।

বহুদিন পর প্রিয় সহশিল্পীর সঙ্গে দেখা করে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

একটি পোস্টে সোনিয়া লিখেছেন, “ইংল্যান্ডের ব্যস্ততার কারণে অনেক দিন কাঞ্চন ভাইয়ের সঙ্গে সরাসরি দেখা করা হয়ে ওঠেনি।

নিয়মিত যোগাযোগ থাকলেও আজ প্রথম সুযোগ পেলাম তার কাছে যাওয়ার।

কিছুদিন চিকিৎসায় বিরতি ছিল, চিকিৎসা আবার আগামী সপ্তাহে শুরু হবে।”

সোনিয়া জানান, ইলিয়াস কাঞ্চন বর্তমানে পরিবার–পরিজনের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন এবং সময় কাটাচ্ছেন।

তিনি লিখেছেন, “ভাইয়ার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিতে পেরেছি। পরিবারের সঙ্গেও সময় কেটেছে ভালো।

ডাক্তাররা অনুমতি না দিলে এখনই কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। আপাতত দেশে ফেরার পরিকল্পনাও নেই।”

ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে মেয়ের পরিবার—মেয়ে, জামাই এবং নাতি–নাতনিদের সঙ্গে অবস্থান করছেন।

তার স্ত্রীও সেখানে আছেন। সোনিয়া অনুরোধ করেছেন, কাউকে যেন কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে।

উল্লেখ্য, সোনিয়া ও ইলিয়াস কাঞ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও কখনো জুটি হয়ে অভিনয় করেননি।

তাঁদের যৌথ অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’সহ আরও কিছু ছবি।

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সোনিয়া। বর্তমানে স্বামী–সন্তানসহ স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X