

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য বসু অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের পর এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
গত মার্চে মধুমিতা জানিয়েছিলেন ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে বিয়ে করার ইচ্ছে রয়েছে। এবার তিনি নিজেই জানালেন সুনির্দিষ্ট তারিখ ও জায়গা।
ভারতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সব ঠিক থাকলে ২০২৫ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ে। ঐতিহ্যবাহী বারুইপুর রাজবাড়িতেই বসবে বিয়ের আসর। দম্পতি জানিয়েছেন, তাঁরা সাবেকি সাজেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তাই বিয়ের রীতিনীতিতেও থাকবে ঐতিহ্যের ছোঁয়া।
বিয়ের দুই দিন পর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। আয়োজিত হবে কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। টলিউডের বহু তারকার উপস্থিতিতে জমে উঠবে অনুষ্ঠান।
এর আগেও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা। ছোটপর্দার অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর সংসার টেকেনি। অশান্তির কারণে বিচ্ছেদ ঘটে।
পরে দেবমাল্যের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের প্রথম দেখা ২০১৯ সালে হলেও ঘনিষ্ঠতা বাড়ে কয়েক বছর পর।
মধুমিতা নিজেই লিখেছিলেন- বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল আমাদের সম্পর্ক, এরপর তা এগিয়ে গেছে আপন গতিতে।
টিভি সিরিজ ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হন মধুমিতা। পরে সিনেমায় পা রাখেন এবং ‘চিনি’, ‘লাভ আজ কাল পরশু’, ‘দিলখুশ’, ‘পরিবর্তন’, ‘সূর্য’, ‘কুলের আচার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান।
মন্তব্য করুন

