

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়লেন।
সোমবার তিনি বিমানে রওনা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা নিজের একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি।
জায়েদ খান লিখেছেন, আল্লাহর ঘরে ওমরাহ পালন করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি।
গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ‘আলো আসবেই’ নামের সংগঠনের মাধ্যমে তিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার নানা ইস্যুতে সক্রিয় ছিলেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় তিনি আসামি হওয়ায় দেশের বাইরে থাকতেই হচ্ছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়।
বর্তমানে নিউইয়র্কভিত্তিক বাংলা ভাষার গণমাধ্যম ‘ঠিকানা’-য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে সাপ্তাহিক এক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। তার এই শো-তে ঢালিউডের নামকরা শিল্পীদের জীবনের অজানা গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হয়, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
জায়েদ খান সর্বশেষ অভিনয় করেন জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রে। ছবিটিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
ওমরাহ পালনের মধ্য দিয়ে নতুন পথচলায় শান্তি, অনুপ্রেরণা ও আত্মিক প্রশান্তি ফিরে পাবেন বলেই আশা প্রকাশ করেছেন এই নায়ক।
মন্তব্য করুন

