সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’বলে ডাকে: শ্রাবন্তী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
expand
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

দীর্ঘ এক দশক পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি দেবী চৌধুরাণী।

ছবির মুক্তি উপলক্ষে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সিনেমা, ব্যক্তিগত জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।

দেবী চৌধুরাণী” প্রসঙ্গে শ্রাবন্তীর মত, সবার মধ্যেই লুকিয়ে থাকে এক ধরনের শক্তি—পরিস্থিতি তৈরি হলে যে কেউ তা প্রকাশ করতে পারে।

ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কটাক্ষের শিকার হলেও এখন আর তিনি এসব গায়ে মাখেন না।

মাত্র ১৬ বছর বয়সে মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “হ্যাঁ, সেটা খুবই অল্প বয়স ছিল, তবে এর জন্য আমি জীবনে দ্রুত ফিরে আসতে পেরেছি।”

এই অভিনেত্রী জানান, কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলের সঙ্গে আলোচনা করেন। ছেলেকে তিনি শুধু সন্তান নয়, বন্ধু হিসেবেও দেখেন। শ্রাবন্তীর ভাষায়, “ছেলের বন্ধুদের কাছেও আমি আন্টি নই দিদি।

সাক্ষাৎকারে তিনি জেন-জেড প্রজন্মের চিন্তাভাবনা ও লিঙ্গসাম্যের বিষয়ে কথা বলেন। তার মতে, তরুণদের উচিত নিজের কাজের মান উন্নত করার দিকে মনোযোগী হওয়া, সমালোচনা নিয়ে হতাশ না হওয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X