মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে নেওয়ার আগে শেষ পোস্টে যা লিখেছিলেন ধর্মেন্দ্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম
বলিউডের সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত
expand
বলিউডের সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু অভিনয়জগত ও অসংখ্য অনুরাগীর হৃদয়ে বড় শূন্যতা তৈরি করেছে।

জীবনের নানা অভিজ্ঞতা, পুরোনো দিনগুলোর স্মৃতি আর ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা, নিয়মিতই এসব তুলে ধরতেন তিনি সামাজিক মাধ্যমে।

তাঁর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় এখন ভাসছে শেষকৃত্যের দৃশ্যসহ অসংখ্য স্মৃতিচারণ।

এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ধর্মেন্দ্রর শেষ ইনস্টাগ্রাম পোস্ট।

নিয়মিত যোগাযোগ রক্ষা করতে তিনি মাঝে-মধ্যে কবিতা বা ব্যক্তিগত অনুভূতি লিখে ভক্তদের সঙ্গে শেয়ার করতেন।

গত অক্টোবরে দেওয়া সেই শেষ পোস্টে তিনি আসন্ন ‘দশেরা’ ও নতুন বছরের জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, সবাই যেন ভালো থাকুন এবং সামনে দিনগুলো উন্নতির হোক।

নভেম্বরের শুরুতে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এর কয়েক মাস আগেও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবার ক্ষোভ প্রকাশ করেছিল।

শেষ পর্যন্ত কিংবদন্তি এই শিল্পীর বিদায়ে বলিউডের এক ঐতিহাসিক যুগের অবসান ঘটল।

ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, অনিল কাপুরসহ ভারতীয় চলচ্চিত্র জগতের বহু তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন