

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকার শ্রোতাদের সামনে গান পরিবেশন করতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’–এ অংশ নেবেন তিনি।
বুধবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আতিফ আসলাম ভক্তদের জন্য সুখবরটি জানান। অনুষ্ঠানটির আয়োজন করছে মেইন স্টেজ ইঙ্ক।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজী রাফসান জানান, কনসার্টের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রয়োজনীয় অনুমতি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ চলছে। তাঁর মতে, আতিফ আসলাম ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন শিল্পী অংশ নিতে পারেন, পাশাপাশি থাকবেন দেশীয় ব্যান্ড ও সঙ্গীতশিল্পীরা।
কাজী রাফসান বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হয়েছে যাতে দর্শকরা নিশ্চিন্তে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
নিরাপত্তাজনিত কারণে আয়োজকেরা এখনই ভেন্যুর নাম প্রকাশ করতে চাননি। তবে জানানো হয়েছে—পূর্বাচল বা বসুন্ধরা আবাসিক এলাকার নিকটবর্তী কোনো একটি জায়গায় আয়োজনটি করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
এদিকে, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে, আর প্রতিটি ক্যাটাগরির নাম রাখা হয়েছে আতিফ আসলামের জনপ্রিয় গানগুলো থেকে ‘পেহলি নাজার’ (সবচেয়ে কাছ থেকে শো দেখার সুযোগ) — ৯,৯৯৯ টাকা, ‘আদাত’ — ৪,৯৯৯ টাকা,‘দূরি’ — ২,৪৯৯ টাকা।
এর আগেও আতিফ আসলাম ঢাকায় পারফর্ম করেছেন। গত বছর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’–এ তিনি বাংলাদেশকে নিজের “দ্বিতীয় বাড়ি” বলে উল্লেখ করেছিলেন।
মন্তব্য করুন
