

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় এক দশক আগে ‘বাজরাঙ্গি ভাইজান’–এ ছোট্ট মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করে হর্ষালি মালহোত্রা ব্যাপকভাবে পরিচিতি পান। তার নির্ভার অভিনয় ও কোমল উপস্থিতি দর্শকের কাছে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল। দীর্ঘ সময় বড়পর্দা থেকে দূরে থাকার পর এবার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে আবারও আলোচনায় ফিরেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেলুগু সিনেমার বর্ষীয়ান তারকা নন্দমুরি বালকৃষ্ণর নতুন প্রকল্প ‘অখণ্ড ২’-এ দেখা যাবে হর্ষালিকে। এই ছবির মাধ্যমে তিনি প্রথমবার তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করছেন। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে বালকৃষ্ণর পাশে দেখা যায় হর্ষালিকে। তার নতুন রূপ দর্শকদের আরও আগ্রহী করে তুলেছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ প্রস্তুতির পর আবারও সিনেমায় ফিরতে পেরে তিনি আনন্দিত। ছবিতে ‘জনানি’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি—যা গল্পে উল্লেখযোগ্য মোড় আনবে বলে নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
‘অখণ্ড ২’ হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে হর্ষালির জন্য এটি বৃহত্তর দর্শকের সামনে নিজেকে নতুনভাবে পরিচিত করানোর বড় সুযোগ হয়ে উঠতে পারে। এখন অপেক্ষা—ফিরে আসার এই যাত্রা তাকে কতটা সফল করে তোলে।
মন্তব্য করুন
