সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে যা জানালেন রাশমিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা
expand
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা—সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এবার গুঞ্জন, হায়দরাবাদের বাড়িতে গত ৩ অক্টোবর একান্ত পরিবেশে বাগদান সম্পন্ন করেছেন তারা।

বর্তমানে নতুন ছবি দ্য গার্লফ্রেন্ড প্রচারে ব্যস্ত রাশমিকা। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

এক মজার খেলায় ‘ডেট ও বিয়ে কাকে করবেন’—এমন প্রশ্নে রাশমিকা বলেন, “আমি সম্ভবত নারুতোকে ডেট করব, আর বিজয়কেই বিয়ে করব।”

তার এ উত্তর শুনে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় রাশমিকার এই মন্তব্য।

উল্লেখ্য, রাশমিকা ও বিজয়ের পরিচয় ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। পরে তারা একসঙ্গে কাজ করেন ডিয়ার কমরেড-এ। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম, যা আজ বাস্তব জীবনের বিয়ের পথে বলে ধারণা করছেন ভক্তরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন