

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টলিউডের আলোচিত তারকা মিমি চক্রবর্তী এবার নতুনভাবে নজর কাড়লেন। সাধারণত পর্দায় চুম্বন দৃশ্যে অনাগ্রহী এই অভিনেত্রী হঠাৎই বিকিনি লুকে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের।
নীল বিকিনিতে তার আবেদনময় রূপ ইতিমধ্যেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।
তবে এই লুক নিয়ে শুরুতে আপত্তি ছিল পরিবারের। বিশেষ করে মায়ের আপত্তি কাটাতেই সময় লেগেছে অভিনেত্রীর। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান, মাকে বুঝিয়ে রাজি করাতেই হয়েছে, “মা চাননি আমি বিকিনি পরি। আমি বোঝাই, কাজের প্রয়োজনে, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য এটা করা জরুরি। নতুনত্ব না আনতে পারলে পেছনে পড়ে যেতে হবে।”
এই দৃশ্যের জন্য নিজের শরীরের যত্নে কতটা পরিশ্রম করতে হয়েছে তাও শেয়ার করেন মিমি। তার ভাষায়, “ওজন কমাতে প্রচুর কষ্ট করতে হয়েছে, রোজকার ট্রেনিং, নিয়মিত ডায়েট—সব মিলে পথটা মোটেই সহজ ছিল না। কোনো সাপ্লিমেন্ট বা ইনজেকশনের সাহায্য নিইনি।”
‘রক্তবীজ ২’-এর গান ‘চোখের নীলে’তে দেখা গেছে এই বিকিনি লুক। অনুপম রায় ও সুচন্দ্রিকা গোলদারের কণ্ঠে গাওয়া গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে পুরনো দিনের আবহ ফিরিয়ে এনেছে।
আগামী পূজায় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকছেন মিমি। ছবির কিছু দৃশ্যধারণ হয়েছে ব্যাংককে। শোনা যাচ্ছে, নতুন এই ছবিতে মারকুটে চরিত্রে স্টান্ট নিজেই করেছেন অভিনেত্রী। ভক্তদের জন্য তাই নীল বিকিনি যেন বাড়তি চমক হয়ে এসেছে।
মন্তব্য করুন
