

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত তদন্তে সিবিআই একাধিক নতুন তথ্য প্রকাশ করেছে।
সিবিআই রিপোর্ট অনুযায়ী, সুশান্ত তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছিলেন। আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গেছে, এই আর্থিক খরচ সম্পর্কের অনেকটা অজানা দিক উন্মোচন করছে।
সূত্রে বলা হয়েছে, সুশান্ত ২০১৮ সালে রিয়ার সঙ্গে সম্পর্ক শুরু করেন এবং এপ্রিল ২০১৮ থেকে একত্রে বসবাস শুরু হয়। সম্পর্ক চলেছিল ২০২০ সালের জুন পর্যন্ত, আর ঠিক ছয় দিন আগে রিয়া বান্দ্রার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।
সিবিআই-এর রিপোর্টে জানানো হয়েছে, সুশান্ত তার সাবেক প্রেমিকার জন্য মোট ১৬.৮০ লক্ষ টাকা খরচ করেছেন।
এছাড়াও, ২০১৯ সালের অক্টোবর মাসে ইউরোপে তাদের এক ভ্রমণের সব খরচ সুশান্ত নিজেই বহন করেছিলেন। সেই সময় তার সাহায্যকারী শ্রুতি মোদীকে নির্দেশ দেওয়া হয়েছিল রিয়ার টিকেট ব্যবস্থার জন্য।
সুশান্তের পরিবারের অভিযোগ ছিল যে, রিয়া তার ১৫ কোটি টাকার সম্পত্তি নয়ছয় করেছেন। কিন্তু সিবিআই প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগও ভিত্তিহীন; সমস্ত খরচ সুশান্ত নিজেই করেছেন এবং রিয়ার কাছে কোনো জোরপূর্বক অর্থ হস্তান্তর হয়নি।
এছাড়া, সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছিলেন, যা সিবিআই তদন্তে খারিজ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া চক্রবর্তীর কোনো অপরাধ প্রমাণিত হয়নি।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য করুন
