বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শত কোটির রাজপ্রাসাদে উঠছেন রণবীর-আলিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
expand
শত কোটির রাজপ্রাসাদে উঠছেন রণবীর-আলিয়া

একসময় যেখানে দাঁড়িয়ে ছিল পুরনো ‘কাপুর ম্যানশন’, এখন সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বলিউডের এক আধুনিক রাজপ্রাসাদ।

এই রাজকীয় বাড়িটির নতুন নাম— ‘কৃষ্ণ রাজ’, নামকরণ করা হয়েছে রণবীর কাপুরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুর–এর নামের সংমিশ্রণ থেকে।

এই ছয়তলা ভবনটি নির্মাণে যুক্ত ছিলেন ভারতের নামকরা স্থপতিরা। এর ভিতর রয়েছে যে কোনো তারকার স্বপ্নপূরণের উপযোগী সুবিধাসমূহ—ব্যক্তিগত জিম, ইনফিনিটি সুইমিং পুল, শিশুদের জন্য আলাদা খেলার জায়গা, একান্ত থিয়েটার এবং প্রশস্ত বারান্দা। বাড়ির অভ্যন্তর সাজানো হয়েছে কাঠ ও মার্বেলের দৃষ্টিনন্দন সমন্বয়ে, যাতে ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মিশ্রণ ফুটে ওঠে।

ভারতের শোবিজপাড়ার বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় অবস্থিত এই বাংলোটি অবশেষে সম্পূর্ণ প্রস্তুত। জায়গাটি আগে রণবীরের পৈতৃক সম্পত্তি ছিল।

গত দেড় বছরে সেই পুরনো বাড়িকে ভেঙে নির্মাণ করা হয়েছে এই রাজকীয় আবাসন, যার বাজারমূল্য আনুমানিক ২৫০ কোটি রুপিরও বেশি।

মাস কয়েক আগে থেকেই গুঞ্জন ছিল, নতুন বাড়িতে ওঠার সময় ঘনিয়ে এসেছে। এবার সেই খবর সত্যি করে রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন— দীপাবলির দিনই তারা নতুন বাড়িতে প্রবেশ করছেন।

দম্পতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই দীপাবলিতে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

আমাদের স্বপ্নের এই আশ্রয়ে যখন আমরা গৃহপ্রবেশ অনুষ্ঠান করব, তখন আপনাদের ভালোবাসা ও শুভকামনা কাম্য। সেই সঙ্গে আমরা আমাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রাখার অনুরোধ জানাই। সকলকে শুভ দীপাবলি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন