

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডে স্বজনপোষণ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সময় সময় নতুন করে এ নিয়ে আলোচনায় আসছেন তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন সিনহার কন্যা হিসেবে একাধিকবার এ বিতর্কের শিকার হয়েছেন তিনি। তবে এবার মুখে মুখে নয়—একটি বিজ্ঞাপনেই কটাক্ষ ছুড়ে দিলেন সমালোচকদের উদ্দেশে।
সম্প্রতি ধনতেরাস উপলক্ষে একটি অনলাইন শপিং ব্র্যান্ডের জন্য নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করেছেন সোনাক্ষী। সেখানে রসাত্মকভাবে তুলে ধরা হয়েছে, কীভাবে জন্ম থেকেই তিনি ‘সোনার চামচ’ মুখে নিয়ে বড় হয়েছেন। এমনকি, শৈশবেও সেই চামচ ঝকঝকে রাখার দৃশ্য দেখানো হয় ভিডিওটিতে।
ভিডিওর শেষে অভিনেত্রীকে নিজের বিখ্যাত সংলাপ থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লাগতা হ্যায়” বলতে শোনা যায়, আর সঙ্গে চমকপ্রদ সংলাপ, জন্ম থেকেই সোনার সোনাপ্রাপ্তি ঘটেছে, এখন আপনারা নিজেদেরটা দেখে নিন।
এই বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে বলছেন, সোনাক্ষী চমৎকারভাবে নেপোটিজম বিতর্কের প্রতি নিজের অবস্থান তুলে ধরেছেন হাস্যরসের মাধ্যমে।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজম ইস্যু তীব্র আকার নেয়। কঙ্গনা রনৌত থেকে শুরু করে একাধিক তারকা এ নিয়ে মুখ খুলেছেন। এবার সোনাক্ষী সেই বিতর্কে নিজের ‘আত্ম-প্যারোডি’ দিয়ে নতুন মাত্রা যোগ করলেন।
মন্তব্য করুন
