শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রতিদিন মারামারি করার চেয়ে বিবাহবিচ্ছেদই ভালো’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
প্রাক্তন স্বামী সোহেল খানের সঙ্গে সীমা কিরণ সাজদেহ
expand
প্রাক্তন স্বামী সোহেল খানের সঙ্গে সীমা কিরণ সাজদেহ

বলিউড অভিনেতা-নির্মাতা সোহেল খান। ব্যক্তিগত জীবনে একই ইন্ডাস্ট্রির ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

২০২২ সালে ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এর আগে আলাদা আলাদাভাবে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছেন সীমা-সোহেল। ফের বিবাহবিচ্ছেদের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন সীমা।

খুব কম বয়সে বিয়ে করেন সীমা কিরণ সাজদেহ ও সোহেল খান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের নানা দিকে পরিবর্তন ঘটতে থাকে। তা স্মরণ করে সীমা বলেন, “আমরা যখন বিয়ে করি তখন দু’জনের বয়সই খুব কম ছিল।

আমার বয়স তখন মাত্র ২২ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন পথে এগোতে থাকি। আমাদের চিন্তা-ভাবনাও বদলে যায়। একসময় বুঝতে পারি, আমরা স্বামী-স্ত্রীর চেয়ে ভালো বন্ধু।”

পরিবারের ভালোর জন্য ভেবেচিন্তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সীমা-সোহেল। প্রতিদিন মারামারি, ঝগড়া-বিবাদ এড়িয়ে ঘরে শান্তি বজায় রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। সীমার ভাষায়- “প্রতিদিন মারামারি করার চেয়ে আলাদা হওয়াই ভালো ছিল। আমরা বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি।

ঝগড়া-বিবাদের চেয়ে আলাদা হওয়াই ভালো। আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি। কিন্তু পরিবার হিসেবে নয়। সে (সোহেল) আমার সন্তানদের বাবা, এটা কোনোদিন বদলাবে না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X