শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের বাবা হওয়া প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অপু বিশ্বাস, শাকিব খান ও শবনম বুবলি
expand
অপু বিশ্বাস, শাকিব খান ও শবনম বুবলি

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ফের মা হচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু স্বীকার করতে নারাজ তিনি। সুকৌশলে এড়িয়েও যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরই সামাজিক মাধ্যমে অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তা দিন দিন উত্তাপ হয়ে উঠছে। বুবলীকে নিয়ে এমন গুঞ্জনে ভক্তদের মনে প্রশ্ন তাহলে ফের বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

এবার শাকিব ও বুবলীকে নিয়ে চলা গুঞ্জন বিষয়ে প্রশ্নের মুখে অভিনেত্রী অপু বিশ্বাস।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে ভেসে আসে শাকিবের বাবা হওয়ার বিষয়টি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আচ্ছা তাই আমি জানি না তো। কী হচ্ছে? এই আপনারা একটু আমাকে বলেন তো!’

তিনি আরও বলেন, ‘কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোন গুঞ্জন চলছে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।’

অপু যোগ করেন, ‘আসলে একজন সেলিব্রেটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয়। ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায়। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তির মারতে পছন্দ করি না।’

সবশেষে নায়িকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলবো। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।’

গত বছর বুবলী যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিলেন। মার্কিন মুলুক থেকে দেশে ফেরার পর থেকে নেটিজেনদের মাঝে মা হওয়ার গুজব ছড়াতে থাকে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের দাবি— সেখানে নাকি অভিনেত্রীর বেবি বাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X