বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবু পুত্রবধূ দামিনীকে আদরে ভাসালেন শ্রাবন্তী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের এক স্নেহময় মুহূর্তের কারণে। এবার বিষয়টি তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুক ও তার প্রেমিকা দামিনী ঘোষকে ঘিরে।

সম্প্রতি দামিনীর জন্মদিনে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী। জন্মদিনের কেক কেটে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গালে চুমু খেয়ে আদরে ভাসান এই অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দীর্ঘদিন ধরে অভিমন্যু ও দামিনী একে অপরের প্রেমে মগ্ন। শুরু থেকেই এই সম্পর্কের প্রতি শ্রাবন্তীর সমর্থন প্রকাশ্য। তাই হবু পুত্রবধূর জন্মদিনে অভিনেত্রীর এমন স্নেহ প্রদর্শন নেটিজেনদের নজর কেড়েছে।

একটি পুরনো সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক ‘শাশুড়ি-বৌমা’র চেয়ে বরং অনেকটা বোনের মতো। কারণ, তাদের বয়সের ব্যবধান খুব বেশি নয়-শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। মজার বিষয় হলো, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে কিছুটা বড়।

অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিমন্যু আমার খুব ভালো বন্ধু, আবার সে-ই আমার সবচেয়ে বড় সমালোচক।

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘দেবী চৌধুরানী’ দর্শকপ্রিয়তা ও প্রশংসা দুই-ই পেয়েছে। সিনেমাটিতে তার সহ-অভিনেতা ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন