শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের পাকিস্তানি নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম
expand
জাতিসংঘের পাকিস্তানি নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি মুনিবা মাজারির পর দ্বিতীয়জন পাকিস্তানি নারী হিসেবে এই সম্মান পেলেন।

হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, তার অভিনয় দক্ষতা এবং প্রাসঙ্গিক বিষয়বস্তুর প্রতি তাঁর সংবেদনশীলতা বিবেচনায় এনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এবার নারীদের জন্য সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারীদের কণ্ঠস্বর জোরদার করতে নিজ প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

পাকিস্তানের একটি ঘোষণা তার ভূমিকা ব্যাখ্যা করেছে —হানিয়া অগ্রণী প্রভাবশালী ব্যক্তি হিসেবে কাজ করবেন এবং সহিংসতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে অবদান রাখবেন।

পাকিস্তান আশা করে, এই দায়িত্ব দিয়ে তিনি এমন এক সময় কার্যক্রমে যুক্ত হবেন যখন সামাজিক চ্যালেঞ্জ ও নানাবিধ সংকটের মুখোমুখি নারীদের জন্য আরও বেশি সহায়তা প্রয়োজন।

তিনি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলিকে তাঁর নতুন কাজের অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে বন্যাকবলিত এলাকায়, যেখানে মহিলা ও মেয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছেন, সেখানে তাদের জন্য নিরাপদ আশ্রয়, পরামর্শ ও আইনি সহায়তা প্রদান করা হবে এমন উদ্যোগ নেওয়া হবে।

হানিয়া সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিশালভাবে জনপ্রিয় — বৃহৎ ফলোয়ারসংখ্যা ও তরুণ সমাজের প্রতি তার প্রভাব বিবেচনায় নিয়ে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। এই মনোনয়ন তার প্রভাব ও দায়িত্বকে দুইগুণ বাড়িয়ে দিলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন