মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অপু বিশ্বাস রইস উদ্দিনকে পাঠালেন ওমরাহ: উপহার জমজম, তজবি, জায়নামাজ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
রইস উদ্দিন ও অপু বিশ্বাস
expand
রইস উদ্দিন ও অপু বিশ্বাস

নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন কোরবানির হাটে গরু বিক্রি করতে গিয়ে প্রতারিত হন জাল নোটে। এই ঘটনার কান্না দেশজুড়ে আলোচিত হয়।

ঘটনার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজ খরচে রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান ওমরাহ পালনের জন্য। গত সপ্তাহে তিনি ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

রইস উদ্দিনকে অভিনন্দন জানাতে এবং দেখা করতে, অপু বিশ্বাস নাটোরে তার বাড়িতে যান। সেখানে তিনি তাকে ‘বাবা’ সম্বোধন করে দীর্ঘক্ষণ আড্ডা দেন। সৌদি আরব থেকে আনা কিছু উপহার যেমন খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তজবি রইস উদ্দিন অপুকে দেন, বললেন—“আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি।”

অপু বিশ্বাস বলেন, “রইস উদ্দিন আমাকে ও আমার সন্তানের জন্য দোয়া করেছেন। এই উপহারও তার দোয়ার অংশ। আমি কৃতজ্ঞ, তবে এটিকে ধন্যবাদ দেওয়ার বিষয় মনে করি না।”

উল্লেখ্য, কোরবানি ঈদে রইস উদ্দিন আলোচনায় আসে। উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করতে গিয়ে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকা জাল নোট হিসেবে প্রতারিত হন।

প্রথমে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন তার পাশে দাঁড়ায়। তারা প্রথম ধাপে ৫০ হাজার টাকা প্রদান করেন এবং বিভিন্ন মাধ্যমে আরও সহায়তা নিশ্চিত করেন। এরপর অপু বিশ্বাস নিজ উদ্যোগে এবং ফাউন্ডেশনের সহযোগিতায় ২৫ জুলাই রইস উদ্দিনকে ওমরাহে পাঠান। দেশে ফেরার পরেই অপু বিশ্বাস তার সঙ্গে সাক্ষাৎ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন