রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুয়ার অ্যাপ নিয়ে সতর্ক করলেন মিমি চক্রবর্তী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
অভিনেত্রী  মিমি চক্রবর্তী
expand
অভিনেত্রী মিমি চক্রবর্তী

সম্প্রতি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের পর আলোচনায় এসেছিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তিনি ছাড়াও অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও ইডি জিজ্ঞাসাবাদ করে।

দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার এক সপ্তাহ পরেই সামাজিক মাধ্যমে সচেতনতামূলক বার্তা শেয়ার করলেন মিমি।

পোস্টে তিনি লেখেন— ভারত সরকার অনুমতিহীন সব ধরনের রিয়েল মানি গেমিং ও বেটিং অ্যাপ নিষিদ্ধ করছে। এসব অবৈধ অ্যাপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মিমি বলেন, এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য চুরি, সাইবার হামলা কিংবা প্রতারণার ঝুঁকি থাকে।

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, তিনি কোনোভাবেই এ ধরনের অ্যাপ বা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নন। একই সঙ্গে সতর্ক করেন, তার ছবি বা নাম ব্যবহার করে যদি কোথাও কোনো প্রচার চালানো হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন।

অনেকের মতে, ভবিষ্যতে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয় সেজন্যই আগেভাগে এমন বার্তা দিয়েছেন মিমি। অন্যদিকে তদন্ত সংক্রান্ত সূত্রে জানা গেছে, ইডি কর্মকর্তাদের প্রশ্নের যথাযথ জবাব দিয়েছেন তিনি এবং সেখানকার কর্মকর্তারাও তাঁর জবাবে সন্তুষ্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন