শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, প্রস্তুত প্রশাসন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
ড. মুহাম্মদ ইউনূস
expand
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না; সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে বলা হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন