

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ দুই যুগ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার তিনটি উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।
বিএনপির চেয়ারম্যান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ও ফেনীর কর্মসূচি শেষে রোববার বিকেল ৫টার দিকে তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে সন্ধ্যা ৭টায় সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কুমিল্লার তিনটি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত দুই দিন ধরে সমাবেশস্থলগুলোতে মঞ্চ তৈরির কাজ চলছে। মাঠ ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের উপস্থিতিতে এলাকাগুলোতে সরব হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা ইতিমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। দলীয় নেতাদের প্রত্যাশা, তিনটি সমাবেশ মিলিয়ে অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে সর্বশেষ বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর সরাসরি তার বক্তব্য শোনার সুযোগ পাওয়া তৃণমূলের নেতা–কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
এদিকে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী বলেন, সোয়াগাজীর সমাবেশটি তাঁর নির্বাচনী এলাকায় হওয়ায় সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তাঁরা আশা করছেন। একই দিনে জেলার আরও দুটি স্থানে তারেক রহমানের বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপির নেতারা।
মন্তব্য করুন
