শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: ভিপি পদে চলছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
বাঁয়ে এ কে এম রাকিব ও রিয়াজুল ইসলাম
expand
বাঁয়ে এ কে এম রাকিব ও রিয়াজুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এতে সহ-সভাপতি (ভিপি) ছাড়া বাকি দুই পদ জিএস ও এজিএস-এ এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

আর ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত জকসুর ফলের এই চিত্র দেখা যায়। এখনও ২৪টি কেন্দ্রের (হল সংসদসহ) ফল প্রকাশ বাকি।

১৬ কেন্দ্রের ফলে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৯০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন।

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৭৬৬ ভোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X