

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন।
ফলে ছাত্রশিবিরের রিয়াজুল থেকে ১১১ ভোটে এগিয়ে আছেন ছাত্রদলের রাকিব।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের এই দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১ কেন্দ্র মিলিয়ে ১০৭৬ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৭০ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ১১ কেন্দ্রে মোট ১০২০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৯৩৮ ভোট।
মন্তব্য করুন
