শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে জকসু নির্বাচনে ভোট গ্রহণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
একটি কেন্দ্রে ভোট গ্রহণ
expand
একটি কেন্দ্রে ভোট গ্রহণ

পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন।

তবে নির্বাচনে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তারা বলছেন, যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদের বেছে নিবে নেতৃত্বে।

জকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান বলেন, এই সুষ্ঠু সুন্দর পরিবেশে কেউ বানচাল করতে চাইলে তার বিপদ হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চলছে। ভোটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে বেছে নিবেন আগামী এক বছরের নেতৃত্ব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X