

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্তা এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নারী হেনস্তার কোনো ঘটনা ঘটেনি। অবৈধ পরিচয় দিয়ে বহিরাগত ৩ জন নারী প্রবেশের চেষ্টা করে। আমরা প্রক্টরিয়াল বডিকে জানায়। তারা পরিচয়পত্র দিতে না পারায় পুলিশ তাদের নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে নিজের পরিচয় তুলে ধরেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তার।
তিনি বলেন, ‘আমি মাহিমা, আইন বিভাগের ১৪তম ব্যাচের একজন শিক্ষার্থী এবং ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছি। সকাল থেকেই নির্বাচন উপলক্ষে আমার স্বামী যেহেতু প্রার্থী, তাই আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই অবস্থান করছিলাম।’
তিনি জানান, জজ কোর্টের এক সহকর্মী আপুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মঙ্গলবার তিনি কোর্টে না যাওয়ায় ওই সহকর্মী নিজেই তার সঙ্গে দেখা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে আসেন। ফোনে তিনি জানান যে তিনি গেটের কাছে অবস্থান করছেন।
কিন্তু সহকর্মী আপু মূল গেট খুঁজতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের খুব কাছাকাছি চলে আসেন। এ সময় ছাত্রদলের কয়েকজন কর্মী তাকে ‘একটা বিশেষ পরিচয়ের’ মানুষ হিসেবে আখ্যা দিয়ে হয়রানি শুরু করেন।
মাহিমা বলেন, বিষয়টি সামনে থেকে দেখে তিনি এগিয়ে গেলে বুঝতে পারেন, যাকে হয়রানি করা হচ্ছে তিনি তার সেই সহকর্মী আপু।
এ সময় তিনি জানান যে তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। কিন্তু এই পরিচয় জানার পরও কয়েকজন ছাত্রদল কর্মী বিষয়টিকে ইস্যু করে তাকে হয়রানির চেষ্টা চালান। একপর্যায়ে সেখানে ‘মব’ তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয়।
মন্তব্য করুন

