

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টার পর ভোটগ্রহণ শুরু হলে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা।
প্রথমবার শিক্ষার্থী সংসদের প্রতিনিধি বাছাইয়ে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই।
শিক্ষার্থীদের ভাষ্য, কে নির্বাচিত হবেন তা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় বিষয় হলো ভোটের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের প্রতিনিধি নির্ধারণের সুযোগ পাওয়া।
মাইক্রোবায়োলজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ খান চৌধুরী বলেন, “আজ ভোট দিতে পেরে খুবই আনন্দিত। জকসু নির্বাচন আদৌ হবে কি না- তা নিয়ে আমাদের মধ্যে শঙ্কা ছিল। নির্বাচন একবার স্থগিত হওয়ার পর অনেকেই ভেবেছিল জাতীয় নির্বাচনের আগে আর এটি হবে না। তবে শিক্ষার্থীদের চাপের মুখেই প্রশাসন নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে।”
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ বলেন, “ভোট দিতে এসে ভালো লাগছে। যদিও স্থগিতের আগের দিনের যে উত্তেজনা ছিল, তা এখন কিছুটা কম। সে কারণে ভোটার উপস্থিতিও তুলনামূলক কম মনে হচ্ছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে।”
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।
ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ১৭৮টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৮টি কেন্দ্র কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি হল সংসদের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন

