

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান, ভবঘুরে ও বহিরাগতদের সরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর যৌথ উদ্যোগে চারদিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
শিক্ষার্থীদের দাবির পর এই পদক্ষেপ নেওয়া হলেও, কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন অভিযানের বিরুদ্ধে বাধাদন ও বিক্ষোভ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে টিএসসি মেট্রোরেল স্টেশন থেকে চারুকলা অনুষদ পর্যন্ত এলাকা জুড়ে অভিযান চলে।
এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিটি করপোরেশন, মেট্রোরেল কর্তৃপক্ষ, মহানগর পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ফিউচার’।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের জানান, “দীর্ঘদিন ধরে মেট্রোর নিচে এবং আশপাশে বহিরাগতরা অবস্থান করছিল। তাদের মধ্যে কেউ কেউ মাদক বিক্রি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই পরিস্থিতি রোধেই অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি জানান, অভিযানে গাঁজা ও ড্যান্ডিসহ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং এটি প্রাথমিক উদ্যোগ মাত্র। ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তবে এই উচ্ছেদ কার্যক্রমকে অমানবিক দাবি করে হকার ও বাস্তুচ্যুতদের নিয়ে বামপন্থি ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করে। অভিযানের সময় সংঘর্ষে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।
বিক্ষোভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মতে, ক্যাম্পাসে দরিদ্র ও উদ্বাস্তু মানুষদের উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল।
মন্তব্য করুন
