

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য নতুন বেগম খালেদা জিয়া হল উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী হল হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নতুন হলের কমন রুম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্বাগত জানান। এরপর হলের ফলক উন্মোচন ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিভিন্ন সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নতুন হলের ছাত্রীবৃন্দ।
নতুন হলের একটি ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আংশিক সম্পন্ন ভবনে প্রথম পর্যায়ে ৩৫০ জন শিক্ষার্থীর আবাসন বরাদ্দ করা হয়েছে।
বরাদ্দকৃত রুমের সংখ্যা ৪৪টি। ভবিষ্যতে সম্পূর্ণ কাজ শেষ হলে হলটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১,২০০ জন। নতুন সংযোজনের মাধ্যমে বাকৃবির আবাসিক হলের সংখ্যা বেড়ে ১৫টি হলো।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের বলেন, “ছাত্রীরা শুধু বসবাস করবে না, ছোটখাটো সমস্যা থাকবেই। তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তোমরা নিজেদের আরও উন্নতভাবে গড়ে তুলতে পারবে এবং দেশের সেবায় এগিয়ে যেতে পারবে।”
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়ার নাম একটি প্রতীক। আমাদের নতুন হলের পরিবেশ নৈসর্গিক ও শিক্ষণীয়—এতে শিক্ষার্থীরা ভাগ্যবান।
ভবিষ্যতে হলের জন্য ডাইনিং ব্যবস্থা ও ব্যাডমিন্টন কোর্ট থাকবে এবং শিক্ষার্থীদের নিয়ম মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হবে।”
মন্তব্য করুন