বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪ হাজার এএসআই নিয়োগ করা হবে, দ্রুত আবেদন করুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ সৃজন করা হয়েছে, যা পরবর্তীতে সংরক্ষণ ও স্থায়ীকরণের আওতায় আসবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন পদগুলো অনুমোদিত কাঠামোর সঙ্গে সমন্বয় করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এছাড়া, ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী পদগুলো পূরণ করা হবে। জনপ্রশাসন ও অর্থ বিভাগের সব শর্ত যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন