শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু থেকে হাসিনার সদস্যপদ বাতিলের উদ্যোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (ইনসেটে)
expand
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (ইনসেটে)

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বিষয়টি নিয়ে সংগঠনের নির্বাচিত প্রতিনিধিরা নীতিগতভাবে একমত হয়েছেন।

ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে আসন্ন দ্বিতীয় সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “২০১৯ সালে যেমন দ্বিতীয় সাধারণ সভার মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, এবার একই প্রক্রিয়ায় তা বাতিল করা হবে। নির্বাচিত সব প্রতিনিধি এ বিষয়ে একমত। এটি এখন কেবল আনুষ্ঠানিকতার বিষয়।”

ডাকসুর চলমান কার্যক্রম প্রসঙ্গে মহিউদ্দিন খান জানান, “আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করেই কাজ করছি। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে কাজ করছি। আমাদের কর্মপরিকল্পনা দুই ভাগে—তাৎক্ষণিক শিক্ষার্থীসেবা ও দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন