শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
expand
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি হ্রাস করার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চূড়ান্ত ঘোষণা আসবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে।

বুধবার রাতে এক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, আজ (বুধবার) আমি নিজে, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে এক জরুরি বৈঠক করেছি। সেখানে পরীক্ষার ফি কমানোর বিষয়ে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তাই এই সিদ্ধান্ত অনার্স পার্ট–৪, পাস কোর্স পার্ট–২ এবং ভবিষ্যতের অন্যান্য পরীক্ষার ক্ষেত্র থেকে কার্যকর হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফি নির্ধারণের বিষয়টি শিক্ষার্থীদের বাস্তব অবস্থা ও আর্থিক সক্ষমতা বিবেচনা করেই চূড়ান্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন