

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটির প্রথম যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৬তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ)। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং ইউএনডিপি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়।
চলচ্চিত্র উৎসবে এ বছর ৭০টি দেশের ১ হাজার ৪৩৮টি জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সামাজিক বার্তা, নতুন ভাবনা ও সৃজনশীলতার ভিত্তিতে নির্বাচিত এসব চলচ্চিত্র বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির প্রথম যৌথ আয়োজন ছিল এটি । আয়োজকরা জানিয়েছেন, ডিইউএফএস–এর সঙ্গে কাজ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চান। ডিইউএফএস এর প্রতিনিধিরাও চোখ ফিল্ম সোসাইটির সঙ্গে কাজ করে সন্তোষ প্রকাশ করেছেন।
ডিইউএফএস-এর প্রতিনিধি আনিয়া বলেন, এত বৈচিত্র্যময় চলচ্চিত্র দর্শকদের সামনে প্রদর্শন করতে পারা আমাদের জন্য গর্বের। নতুন প্রজন্মের সৃজনশীলতা তুলে ধরা এবং তাদের অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য।
চোখ ফিল্ম সোসাইটির সভাপতি হুমায়রা হিম বলেন, ডিইউএফএস-এর সঙ্গে এই প্রথম যৌথ আয়োজন আমাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চোখ ফিল্ম সোসাইটির সহকারী প্রোডাকশন সেক্রেটারি মোহাম্মদ রবিন মিয়া । এসময় উপস্থিত ছিলেন চোখ ফিল্ম সোসাইটির ২১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি সাকিব মিয়া, বর্তমান কমিটির সভাপতি হুমায়রা হিম, সাধারণ সম্পাদক সাঈদ নোমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
মন্তব্য করুন