রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
expand
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্টেশনবাজার এলাকায় রেললাইনে নেমে বিক্ষোভ শুরু হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘বৈষম্যের বিরুদ্ধে বাংলার সংগ্রাম’, ‘স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না’, ‘ছয় মাস যেখানে নিয়ম, সেখানে দুই মাস কেন?’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, লিখিত পরীক্ষার প্রস্তুতিতে দেড়-দুই মাস সময় একেবারেই অপ্রতুল। বিশাল সিলেবাস শেষ করা সম্ভব নয়। তারা দ্রুত সময়সূচি পুনর্বিন্যাসের দাবি জানান।

রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম জানান, মোট ১১০০ নম্বরের পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় রাখা অযৌক্তিক। দীর্ঘদিন ধরে পিএসসিকে অনুরোধ জানানো হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

তিনি আরও জানান, সাধারণত লিখিত রুটিন দুই মাস আগে প্রকাশ হওয়ার কথা থাকলেও এবার তা হয়নি। ৪৬তম বিসিএসের সুবিধায় প্রিলিমিনারি তিনবার পেছানো হলেও এবার শিক্ষার্থীদের ক্ষেত্রে নমনীয়তা দেখা যায়নি।

এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি নেওয়ার পর এত অল্প সময়ে সিলেবাস শেষ করা অসম্ভব। বিভিন্ন ছাত্রসংগঠন দাবির সঙ্গে একমত হলেও পিএসসি এখনো কোনো উদ্যোগ নেয়নি।

আরেক শিক্ষার্থী মেহেদি হাসান প্রশ্ন তোলেন—দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি অনেক ক্যাডারও সমর্থন জানালেও পিএসসির অবস্থান অপরিবর্তিত কেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন