শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ভবনে ‘৩২ খুনির আঁতুড় ঘর’ কে লিখল?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
ডাকসুর দেয়ালে দেখা মিলেছে অদ্ভুত লেখা
expand
ডাকসুর দেয়ালে দেখা মিলেছে অদ্ভুত লেখা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দেয়ালে সম্প্রতি দেখা গেছে একটি বিতর্কিত গ্রাফিতি, যেখানে বড় অক্ষরে লেখা, ‘৩২ খুনির আঁতুড়ঘর’।

দেয়ালে এমন লেখার উপস্থিতি ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা ও বিরোধ সৃষ্টি করেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে তীক্ষ্ণ মতবিভেদ।

অনেকে বলছেন, ডাকসুর মতো ঐতিহাসিক ভবনের দেয়ালে এমন রাজনৈতিক মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এতে ক্যাম্পাসে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে।

লেখাটির উদ্দেশ্য নিয়েও মতানৈক্য দেখা দিয়েছে। একদল মনে করছে, ডাকসুর কিছু নেতাকে ইঙ্গিত করে এ ধরনের উক্তি করা হয়েছে।

তাদের দাবি, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসঙ্গ টেনে ‘খুনি’ শব্দটি ব্যবহৃত হতে পারে।

অন্যরা বলছেন, এই বাক্যটি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িকে বিতর্কিতভাবে ‘খুনিদের জন্মস্থান’ হিসেবে বর্ণনা করার উদ্দেশ্যে লেখা হয়েছে।

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু বিষয়টি নজরে রেখেছে।

তিনি বলেন, ‘লেখাটি কে লিখেছে বা কেন লিখেছে, সেটা এখনো স্পষ্ট না। আমরা পুরো ঘটনা যাচাই করছি। লেখাটির দুই ধরনের ব্যাখ্যা হতে পারে—ডাকসুকে লক্ষ্য করেও হতে পারে, আবার ধানমন্ডি ৩২-কে উদ্দেশ্য করেও হতে পারে। যাচাই-বাছাইয়ের পরই আমরা নিশ্চিত করতে পারব।’

ডাকসুর আরেক সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ জানান, তাদের ধারণা লেখাটি ধানমন্ডি ৩২–এ যাঁরা হামলা বা ক্ষতির উদ্দেশ্যে গিয়েছিলেন, তাঁদের উদ্দেশ করেই লেখা হতে পারে।

তিনি বলেন, ‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একই ধরনের লেখা দেখা গেছে। তবে কারা এটি লিখেছে—এখনো জানা যায়নি।’

ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে, আর শিক্ষার্থীরা দ্রুত সঠিক তথ্য প্রকাশের অপেক্ষায় আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন