

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। তাদের অন্য দুইটি দাবি হলো- কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।
এসময় তাঁরা, 'সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা', 'সন্ত্রাসীর চামড়া, তুলে নেবো আমরা', 'সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই', 'রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে', 'প্রশাসন কী করে, আমার ভাই মেডিকেলে'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
আসিফুর রহমান নামে একজন আন্দোলনকারী বলেন, ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আন্দোলন আরো জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এতো কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।
আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। আর ১০বারের বেশি কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি এখনো আমাদের কল রিসিভ করেননি এবং যোগাযোগও করেননি। এরকম অসহযোগীতার জন্য আমরা ভিপির প্রতি নিন্দা জানাচ্ছি।
সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।
মন্তব্য করুন