

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন কাজলা গেটের একটি ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাতে গুরুতর জখম হয়েছে।
আহতরা হলেন, ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফারাবি ও তামজিদ আহমেদ বকশি এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজ।
তামজিদ আহমেদ বকশি জানান, রাতে খাবারের জন্য তিনি মিনহাজকে নিয়ে কাজলা গেটের পাশের একটি হোটেলে যান।
এ সময় মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ফারাবির ওপর হামলা চালায়।
তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকেও তুলে মোটরসাইকেলে করে নিয়ে যায়।
পরে কাজলা মোল্লা স্কুলের পাশে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ পর তাদের ফোনে কল আসলে তারা তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে সোজা চলে যেতে বলে।
ঘটনার পর দৌড়ে তিনি শহীদ হবিবুর রহমান হলে গিয়ে বিষয়টি সহপাঠীদের জানান।
এদিকে স্থানীয়দের বরাতে জানা যায়, হোটেলে ফারাবির ওপর হামলা হলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ফাইনান্স বিভাগের বকশি, রোন, মঈনুদ্দিন ও নাট্যকলা বিভাগের মিনহাজ। দুর্বৃত্তদের আঘাতে মিনহাজও আহত হন বলে জানা গেছে।
মিনহাজ চিকিৎসা নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ফারাবিও সেখানে চিকিৎসাধীন আছেন। বকশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়ে মেসে ফিরে গেছেন।
জানা গেছে, ফারাবি মাদার বখস হল শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী ছিলেন। তবে কোটা বিরোধী ছাত্রজনতা আন্দোলন তীব্র আকার ধারণ করলে তিনি গত ১৬ জুলাই ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করেন।
ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কেউ শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশসহ আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।
মন্তব্য করুন