

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মাসে একটি করে ফ্রি ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজনের অংশ হিসেবে আজ বুধবার (১৮ই নভেম্বর) সকাল দশটা থেকে ঢাবির অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় ফ্রী মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে উপস্থিত থেকে সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেবা নিতে দেখা যায়।
এ প্রসঙ্গে এক শিক্ষার্থী বলেন নিয়মিত ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় আমরা খুবই উপকৃত হচ্ছি,এজন্য ডাকসুকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল ক্যাম্পের যথাযথ সংস্কার করার দাবি জানাচ্ছি।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, এখানে মেডিকেলের শিক্ষার্থীরা নয় বরং বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের চিকিৎসা এবং পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হচ্ছে। যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ঠিক না হচ্ছে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন