

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের আলোচনায় থাকা শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় দেড় বছর কারাভোগের পরও তার সক্রিয় ভূমিকা বিবেচনা করে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্বের ঘোষণা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, সংগঠনে তার ধারাবাহিক উপস্থিতি ও সক্ষমতার মূল্যায়ন করেই খাদিজাকে এই পদে আনা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মতে, তার যুক্ত হওয়ায় জবি শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই মনোনয়ন অনুমোদন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর খাদিজাতুল কুবরা বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি চাপের মুখে থেকেও শিক্ষার্থীদের পাশে ছিল। নারী শিক্ষার্থী হিসেবে আমাকে যে সম্মান দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সংগঠনের সঙ্গে থেকে কাজ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতে, তাকে আনুষ্ঠানিকভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ‘বহিরাগত’ বিতর্কের অবসান ঘটাবে ছাত্রদল।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, খাদিজা প্রায় এক মাস আগে সদস্যপদ গ্রহণ করেছিলেন। তার সক্রিয়তা এবং অতীতে নির্যাতন সহ্য করার অভিজ্ঞতা বিবেচনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
