শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় মেডিকেল শিবির: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
ডাকসুর ভিপি সাদিক কায়েম
expand
ডাকসুর ভিপি সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব সর্বপ্রথম নিয়েছিল ছাত্রশিবিরের মেডিকেল জোন।

চিকিৎসক সংকটের মধ্যেও তাদেরই উদ্যোগে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল।

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রশিবির মেডিকেল জোন শাখার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সাদিক কায়েম এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা মহানগরীর সব মেডিকেল ক্যাম্পাসের ছাত্রশিবিরের এই শাখা প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।

প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের হাতে নিপীড়িত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এবং সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান।

সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহপাঠীদের আহত করেছিল, তখন সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছিল মেডিকেল জোনের ছাত্রশিবিরের ভাইরা।

সেই সময় আমাদের পর্যাপ্ত ডাক্তার ছিল না। তারা আহতদের চিকিৎসা ও সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়েছিল।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের ফিলিস্তিনে হাসপাতালগুলোতে হামলার মতো পরিস্থিতি তখন আমাদের এখানে ঘটেছিল। মেডিকেল জোনের ছাত্রশিবিরই দফায় দফায় আহতদের চিকিৎসার তদারকি করেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন