শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে আয়োজিত হতে যাচ্ছে বছরব্যাপী তারুণ্যের উৎসব 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

আগামী ১৬ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বছরব্যাপী তারুণ্যের উৎসব আয়োজিত হতে যাচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাবির সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব এবং ডাকসু ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত থাকবেন।

এছাড়াও, বছরব্যাপী তারুণ্যের উৎসবে প্রত্যেক মাসের আলাদা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সেখানে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসকে যথাক্রমে 'উদ্বোধন ও নেতৃত্ব' এবং 'উদ্ভাবন ও গবেষণা' মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি, আগামী বাকি মাসগুলোকে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা, সবুজ ক্যাম্পাস ও জীববৈচিত্র, নৈতিকতা ও সুশাসন, শিল্প ও সংস্কৃতি, ফিল্ম ও মিডিয়া ইত্যাদি মাস হিসেবে ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন