সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান রাবি শিক্ষকের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি বক্তব্য রাখছেন অধ্যাপক ড. আব্দুল আলিম
expand
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি বক্তব্য রাখছেন অধ্যাপক ড. আব্দুল আলিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি বলেছেন, সারাদেশে নির্বাচনী পরিবেশ তৈরি হলেও একটি গোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থেকে জাতীয়তাবাদী আদর্শের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে একটি সুষ্ঠু ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (১০ নভেম্বর) সকালে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র‍্যালি শেষে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক আলিম বলেন, স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ফলে দুর্ভিক্ষ ও অস্থিরতা তৈরি হয়েছিল। সে সময় মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের নেতৃত্বে দেশকে নতুন পথে এগিয়ে নেন। এরপর বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রসর হয়।

তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার পতনের পর মানুষ আশা করেছিল গণতন্ত্র ফিরবে। কিন্তু কিছু মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাই জনগণের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সৈনিক-জনতার আন্দোলন ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে সেই আন্দোলনই বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল।

তিনি বলেন, দেশে যখনই রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে। এখনো নির্বাচনী ষড়যন্ত্র চলছে, তাই প্রয়োজন শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন। আমরা চাই ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই গণতান্ত্রিক চেতনা বাস্তবায়িত হোক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, অধ্যাপক মতিয়ার রহমান, অধ্যাপক তোফাজ্জল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন